বরগুনায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় পুলিশ এক ব্যাক্তিকে আটক করেছে। সোমবার সকাল ১০ টার দিকে শহরের বিনোদন এলাকা নাথপট্টি লেক চত্বর থেকে সাইফুল ইসলাম বনি আমিন (৩৪) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ কাউকে আটক করেনি। জনগণ বনি আমিন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।লিফলেট বিতরণে সে জড়িত কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।
এর আগে সকাল ১০ টা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে।
বিডি প্রতিদিন/হিমেল