দিনাজপুরে ঘন কুয়াশা ও গেটম্যান না থাকায় ঢাকাগামী ট্রেনের সঙ্গে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট রেলগুমটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকের হেলপার মাহাবুর রহমান (৪৫)পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের শুকুর আলীর ছেলে। গুরুতর আহত ট্রাক চালক আরিফ হোসেন একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আযম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর (ঘোড়াঘাট রেলগেট)ক্রস করার সময় রেলগেটে ডিউটিরত গেটম্যান না থাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বগুড়াগামী পাথরবাহী একটি ট্রাক রেললাইনে ওঠা মাত্রই একতা এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এসময় ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক গুরুতর আহত হন। এসময় হেলপার মাহাবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ট্রেনের ধাক্কায় পাথর বোঝাই ট্রাকের হেলপার মাহাবুর রহমান নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ট্রাক চালক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার সময় রেলগেইটে গেইটম্যান ছিলো না।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে ২ ফেব্রুয়ারি একই স্থানে প্রাইভেটকারে সঙ্গে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছিল।
বিডি প্রতিদিন/নাজিম