রংপুরের মানুষ গত বছরের জানুয়ারিতে একটানা শীত অনুভব করেছিল। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ছিল ৭ দিন, আর সূর্যের মুখ দেখা যায়নি টানা ৮ দিন। তবে এবারের জানুয়ারির চিত্র পুরোপুরি ভিন্ন। পুরো মাসে শীতের প্রকোপ ছিল মাত্র একদিন।
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসে সাধারণত রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে ৮-১০ দিন। কিন্তু এবার মাত্র একদিন, অর্থাৎ ৩ জানুয়ারি, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। বাকি ৩০ দিন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।
ঘনকুয়াশা থাকা সত্ত্বেও এবারের শীতে তেমন কোনো তীব্রতা লক্ষ্য করা যায়নি। তবে কয়েকদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীত কিছুটা বেশি অনুভূত হয়েছিল। তবে হাঁড় কাঁপানো শীত অনুভব করেনি রংপুরের মানুষ।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এবার রংপুরের আবহাওয়ায় কিছুটা বৈচিত্র্য ছিল। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা মাত্র একদিন ছিল। তবে পঞ্চগড়, কুড়িগ্রাম ও দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা অনেক কম ছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল