পার্বতীপুর-খুলনা রেলওয়ে রুটে দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনের অদূরে হলদিবাড়ী লেভেল ক্রসিং যেন একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। অথচ লেভেল ক্রসিংয়ের সড়ক সংযোজিত অংশটুকু স্থায়ী ঢালাই করা হলেই সমাধান সম্ভব বলে মনে করেন স্থানীয়রা।
সোমবার সকাল ৯টার দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে খানাখন্দে পরিণত হওয়ায় মেল লাইনের উপর একটি সারবাহী ট্রাক বিকল হয়ে আটকে যায়। এতে ঢাকা-খুলনা ও রাজশাহীর সাথে রেল যোগাযোগ বন্ধ হয়। অল্পের জন্য চরম দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় উভয়দিক থেকে আসা দুটি আন্তঃনগর ট্রেন।
গেটম্যান কুকিল কুমার লাল পতাকা দেখিয়ে ট্রেন থামিয়ে দুর্ঘটনামুক্ত করে হাজারো রেলযাত্রীদের।এতে প্রায় ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে রেল বিভাগের কর্মীরাসহ জিআরপি ও মডেল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এরপর ট্রাকটি লেভেল ক্রসিং থেকে উদ্ধার করে অন্যত্র সরানোর পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
এসময় ঘটনাস্থলে থাকা পথচারী আজহারুল ইসলাম বলেন, রেলপথ বিভাগ, সড়ক ও জনপথ বিভাগের দীর্ঘদিনের অবহেলার জন্য এমনটাই বার বার হচ্ছে। তারা স্থায়ীভাবে খানাখন্দ ঢালাই করে দেয় না। ওই লেভেল ক্রসিংয়ের রেলগেটে মাছের গাড়ির পানি পড়ে পড়ে এই খানাখন্দ হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, লেভেল ক্রসিংয়ের সড়ক সংযোজিত অংশটুকু স্থায়ী ঢালাই ছাড়া সমাধান সম্ভব নয়।
পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল হক জানান, আমরা ঘটনার পর সেখানে যাই। ইতিমধ্যে রেলের ইঞ্জিনিয়ারিং সেকশন স্থায়ী সমাধানের চেষ্টা করছেন।
বিডি প্রতিদিন/এমআই