গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে রবিউল কবির মনু ও সাধারণ সম্পাদক পদে আবু জাফর লেলিন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক রবিউল কবির মনু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আবু জাফর লেলিনের সঞ্চালনায় প্রথম পর্যায়ে সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপি’র সহ-সভাপতি রেজানুল হাবিব রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমেদ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দীপু, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন এবং গাইবান্ধা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান চৌধুরী ডিউক প্রমুখ।
দ্বিতীয় পর্যায়ে পৌর বিএনপির কাউন্সিলরা ভোট প্রদান করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এতে পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে রবিউল কবির মনু ৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম ডাবলু ৩২ ও মনোয়ার হোসেন রাজু ১০ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে আবু জাফর লেলিন ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোসাদ্দেক হোসেন সজল পান ১৮২ ভোট। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মাহিদুর রহমান রানক ২৭৪ ও আব্দুল মান্নান সেন্টু ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলে গোবিন্দগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিডি প্রতিদিন/এমআই