মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. কাইয়ুম উদ্দিন চৌধুরীকে ক্লোজড করা হয়েছে। থানার গারদ থেকে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনতাই হওয়ার অভিযোগে তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করে নিয়ে আসা হয়েছে।
শনিবার দুপুরে পুলিশ সুপারের আদেশে তাকে ক্লোজড করা হয়েছে।
পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখার পর সেখান থেকে আসামি ছিনতাই হওয়ার অপরাধেই তাকে ক্লোজড করা হয়েছে। অন্য কোনো কারণে তাকে ক্লোজড করা হয়নি। দুপুরের পরই তাকে জেলা পুলিশ লাইনসে নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল