বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শীত উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১১জানুয়ারী) দুপুরে উপজেলা জামায়াত কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের নায়েবে আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আ.ন.ম আলমগীর হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য, মাওলানা মোফাজ্জল হক, বগুড়া জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব।
শিবগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা আলাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা শাহ আলম মাষ্টার, সাদেকুর রহমান, মাওলানা শামসুল আলম, শামসুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আব্দুল জাব্বার, মাওলানা খোরশেদ আলম, মাওলানা আহসান হাবিব, ইউনুস আলী, মাসুদ কাজী, ঠিকাদার মোঃ ফারুক হোসাইন মেম্বার, সাদ্দাম হোসেন প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল