বান্দরবানের লামা উপজেলায় একটি বন্য হাতির মৃত্যু ঘটেছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জঙ্গলের পাশে মৃত হাতিটিকে দেখতে পেয়ে তারা লামা বন বিভাগকে খবর দেয়। পরে বনকর্মীরা এসে মৃত হাতির দেহ উদ্ধার করে।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতাহা ইলাহী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ময়নাতদন্তের পর হাতির প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। ওই এলাকায় বিভিন্ন সবজি, ফলদ ও বনজ গাছ রক্ষার জন্য কৃষকরা প্রায়ই বৈদ্যুতিক ফাঁদ পেঁতে রাখে। ধারণা করা হচ্ছে, ওই ধরণের কোন ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই বন্য হাতির মৃত্যু ঘটতে পারে।’
বিডি প্রতিদিন/জামশেদ