বগুড়ায় জাসদ সমর্থিত জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মুক্ত মঞ্চের সামনে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম খোকন আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
শ্রমিকরা জানান, বগুড়া জেলা জাসদ কার্যালয়ে জাতীয় শ্রমিক জোটের ব্যানারে হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকদের সংগঠন পরিচালিত হয়ে আসছিল। রাতে জাতীয় শ্রমিক জোটের অন্তর্ভুক্ত হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিনের নেতৃত্বে তার সমর্থকরা মিছিল নিয়ে সেখানে হামলা চালায়। একপর্যায়ে তারা খাবার ফেলে দিয়ে ভাঙচুর ও আশপাশের দোকানের সামনে থাকা বেঞ্চ জড়ো করে আগুন দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সংগঠনের সাবেক সভাপতি শাহ আলম খোকনকে মারধর করা হয় এবং সেখানে থাকা চা স্টল গুঁড়িয়ে দেওয়া হয়। হামলার পর তারা মিছিল নিয়ে আবার নিজেদের কার্যালয়ে ফিরে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জাসদ সমর্থিত হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রায়হান জানান, আমরা খাবার ও গানের আয়োজন করি। সেখানে সব শ্রমিক আসেন। ঠিক সে সময়ের জাসদ শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতা ও জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিন তার সমর্থকদের নিয়ে হামলা চালিয়ে আমাদের অনুষ্ঠান পণ্ড করে। খাবার ফেলে দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিন বলেন, আগে আমি জাসদ শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতা ছিলাম। বগুড়ার জাসদ অফিস আমার সাংগঠনিক ক্ষেত্র হলেও এখন তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে অনুষ্ঠানে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেন তিনি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/জামশেদ