সড়ক দুর্ঘটনারোধ করতে চট্টগ্রামে পেশাদার গাড়ি চালকদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা করেছে বিআরটিএ। আজ রবিবার চট্টগ্রাম বিআরটিএ-তে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় পেশাদার চালকদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ’র চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) কীর্তিমান চাকমা, চট্টমেট্রো সার্কেল-২-এর উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, বায়েজিদের বিআরটিসি ট্রাক ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. কামরুজ্জামান, চট্টমেট্রো সার্কেল-২ এর মোটরযান পরিদর্শক পলাশ খীসা, মেহেদী হাসান ও সহকারী মোটরযান পরিদর্শক আবু নাঈম।
প্রশিক্ষণ শেষে উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী জানান, পেশাদার ড্রাইভারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রতি সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/জামশেদ