নড়াইলের কালিয়ার সিলিমপুর গ্রামে গতকাল দুই পক্ষের সংঘর্ষে হাসিম মোল্যা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। হাসিম ওই গ্রামের তোতা মোল্যার ছেলে। এ সময় দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন। যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ১৮ রাউন্ড গুলিসহ সিরাজ মোল্যা ও আজিজার রহমান নামে দুজনকে আটক করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে শনিবার সকালে সিলিমপুর গ্রামের ঠান্ডু মোল্যার লোকজনের সঙ্গে জনি মোল্যার লোকজনের সংঘর্ষ বাধে। জনি গ্রুপের সমর্থকদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন হাসিম মোল্যা। দুপুরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওসি মেহেদী হাসান জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সেনা সদস্য মোতায়েন রয়েছে।