ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে একটি বিশেষ ট্রেন চালু এবং কয়েকটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি, আসন বাড়ানো, কালোবাজারি বন্ধের দাবিতে রেলপথ অবরোধ ও বিক্ষোভ হয়েছে। সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে গতকাল সকালে কর্মসূচিতে সাধারণ মানুষ অংশ নেন। এ সময় ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস আখাউড়া স্টেশনে আটকা পড়ে। প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, জেলা নাগরিক ফোরাম সাত বছর ধরে এ দাবিতে আন্দোলন করে আসছে। জেলা সদরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এক হয়ে গতকাল আন্দোলনে নামেন। বিক্ষোভকারীরা জানান, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইসতিয়াক ভূঁইয়া বলেন, দাবির বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। গতকালের আন্দোলনের বিষয়েও তাদের জানানো হবে। আমাদের আশ্বাস ও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আন্দোলনকারীরা সরে গেছেন।