নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে এবং আটকে রেখে স্ত্রীকে ধর্ষণে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১১-এর সদর দপ্তরের আদমজী কার্যালয়ে গত রাতে লে. কর্নেল এ এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলো- নাজমুল ইসলাম ও রনি। ধর্ষণের ঘটনা ঘটে গত ১৮ ফেব্রুয়ারি ফতুল্লার পূর্ব লামাপাড়ায়। ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করে। এদিকে সোনারগাঁয়ে গত মঙ্গলবার রাতে ছিনতাইয়ের পর নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আটজনের বিরুদ্ধে বুধবার রাতে থানায় মামলা করেছেন। প্রধান আসামি সজীব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সজীব উপজেলার হাবিবপুরের সবুজ মিয়ার ছেলে। ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।