চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান কানুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন এখলাসপুর গ্রামের কানু (৪৫), শরিফুল (২৩) ও রাকিব (২৪)। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ডাকাত দলের প্রধান কানুর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ডাকাতি করা সাতটি গরু, একটি পিকআপ, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গতকাল পুলিশ সুপার রেজাউল করিম প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, আটকরা দুর্র্ধর্ষ ডাকাত এবং ডাকাতি, হত্যা, মাদকদ্রব্য, দ্রুত বিচার আইনসহ তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।