মুন্সিগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জীবন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জীবন নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে মজিবুরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের নানার বাড়ির পাশে খেলা করছিল ওই শিশু। এ সময় জীবন তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে তার মা ও নানি ছুটে এলে জীবন পালিয়ে যায়। রাতেই স্বজনরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন। ওসি সাইফুল আলম জানান, সোমবার রাতেই ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।