শেরপুরে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামারিয়া ইউনিয়নে ভীমগঞ্জ এলাকায় গতকাল বিকালে ঘটনাটি ঘটে। আহতরা হলেন- শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা জাকারিয়া বাদল, সোহাগ আলম ও রুহুল। পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, ওই এলাকায় যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।