কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৬ মাসের শিশু আবদুল্লাহ খুন হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে শিশুটির বাবা আবু নাইমকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। হত্যার ঘটনাটি ঘটে গতকাল মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়ায়। আটক আবু নাইম ওই এলাকার খালেক মিয়ার ছেলে। মুরাদনগর থানার ওসি জাহিদু রহমান বলেন, সন্তান হত্যার অভিযোগে আবু নাইমে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। স্থানীয় সূত্র জানায়, আবদুল্লাহর জন্মের পর থেকে আবু নাইম তার সন্তান হিসেবে অস্বীকার করে আসছিলেন। শিশুটিকে একবার হত্যারও চেষ্টা করেছিলেন। এ নিয়ে পরিবারে দ্বন্দ্ব চলছিল। কয়েকবার সামাজিকভাবে বিরোধ মেটানোর চেষ্টাও করা হয়।
মা শাহিদা আক্তার অভিযোগ করেন, শুক্রবার থেকে আবদুল্লার জ্বর অনুভব হচ্ছিল। গতকাল সকালে স্বামীকে বলি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন সে বলে তুমি বাড়িতে থাক আমি নিয়ে যাচ্ছি। তিনি আবদুল্লাহকে নিয়ে যান। দুপুর ১২টার দিকে ছেলেকে মৃত নিয়ে আসেন। আমি চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে। স্বামীই আমার সন্তানকে হত্যা করেছে। এদিকে হবিগঞ্জের বাহুবলে মিনারা বেগম নামে এক গহবধূকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে বাসায় ঢুকে শুক্রবার রাত ৮টার দিকে তাকে হত্যা করা হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। মিনারা উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবদুল আহাদের স্ত্রী। সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।