সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবি ও ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সারা দেশে পালিত হয়েছে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে যাঁরা অকাতরে বিলিয়ে দিয়েছিলেন প্রাণ সেইসব সাহসী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল হাতে নামে মানুষের ঢল। এতে বিদেশি নাগরিকরাও উপস্থিত ছিলেন। প্রথম প্রহরেই মানুষের পুষ্পশ্রদ্ধায় শহীদ মিনারের বেদিমূল ঢেকে যায় ফুলে ফুলে। রাত ১২টা ১ মিনিটে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এরপর বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দোয়া মোনাজাত ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে মায়ের ভাষা রক্ষার আন্দোলনে আত্মাহুতি দেওয়া ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- বগুড়া : ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ইতালি, নেপাল, মালয়েশিয়া ও ভারত থেকে আসা ২৫ জন বিদেশি নাগরিক। সকালে বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে শিক্ষার্থীদের সঙ্গে তাঁরা এ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অন্যদিকে জেলা প্রশাসক হোসনা আফরোজার নেতৃত্বে জেলা প্রশাসন শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা পুলিশ সুপার জেদান আল মুসাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা পুষ্পমাল্য অর্পণ করেন। এ ছাড়া বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহীদদের স্মরণে বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকাল থেকে বগুড়ায় শহীদ মিনারকে ঘিরে জাসাস আয়োজিত বইমেলাতেও ছিল পাঠকদের বেশ ভিড় এবং উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংগঠন আয়োজন করেছে নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা। সিরাজগঞ্জ : শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হাসান তালুকদার। কুড়িগ্রাম : কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা। এ ছাড়া জেলা প্রশাসন সন্ধ্যায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। দিনাজপুর : দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন, প্রশাসন ও পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা। চাঁপাইনবাবগঞ্জ : কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আবদুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম প্রমুখ। গাইবান্ধা : সকালে গাইবান্ধা প্রেস ক্লাবে ‘বর্ণমালায় লিখি দ্রোহের ফাগুন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শিরোনাম
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু