মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কবরস্থানে ছয়টি খুলি চুরির অভিযোগ উঠেছে। গতকাল জেলার শ্রীনগর উপজেলার পূর্ব বেজগাঁও কবরস্থানে এ খুলি চুরি দেখতে পান মুসল্লিরা। ধারণা করা হচ্ছে, রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার পবিত্র শবেবরাতেও একই কবরস্থান থেকে পাঁচটি খুলি চুরির ঘটনা ঘটে। পূর্ব বেজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানন জানান, কবরস্থান সংলগ্ন একটি মসজিদ ও মাদরাসা রয়েছে। ফজরের নামাজ আদায় শেষে মসজিদের ইমাম কবরস্থানে গেলে ছয়টি কবর খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখতে পান। পরে সেখানে গিয়ে মুসল্লিরা কবরগুলো থেকে খুলি খোয়া যাওয়ার চিত্র দেখতে পান। শ্রীনগর থানার ওসি শাকিল আহমদ বলেন, ঘটনা জানতে পেরেছি।