দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর আইডিয়াল কেজি স্কুলে পিঠা উৎসব হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এ উৎসব আয়োজন করা হয়। বাহারি পিঠার স্বাদ নেওয়ার পাশাপাশি প্রদর্শনীর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দেশি সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয়।
পিঠা উৎসব ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আগমনে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়। স্টলগুলোতে ছিল ভাপা, দুধপুলি, আওলা কেশরি, পুলি, ঝিনুক, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রস গোলাপ ও কেক। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের আবৃতি, গান ও নাচ মুগ্ধ করে অথিতিদের।
জুনায়েদ আহম্মেদ নামে এক শিক্ষার্থী জানায়, এখানে অনেক রকম পিঠার সঙ্গে পরিচিত হলাম। নতুন নতুন পিঠা খেলাম। অনেক ভালো লাগছে। আলিফা আক্তার নামে এক শিক্ষার্থী জানায়, এমন আয়োজনে আমরা মুগ্ধ। খাদিজা আক্তার নামে একজন অভিভাবক বলেন, সন্তানদের নিয়ে এসেছি। তারা অনেক আনন্দ করছে।
স্কুলের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন মোহন বলেন, এখনকার বাচ্চারা পিঠার সংস্কৃতি ভুলতে বসেছে। এমন আয়োজনের মধ্যদিয়ে তারা বাঙালি সংস্কৃতির অনেকটা কাছাকাছি যেতে পারবে।