নড়াইলের টেংরাখালীতে আয়োজন হয়ে গেল ঐতিহ্যবাহী বউমেলা। আড়াই শ বছরের ঐতিহ্যবাহী এ মেলা সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে মাঘী পূর্ণিমা তিথিতে দুই দিনব্যাপী হয়ে থাকে। গতকাল চিল উৎসবের শেষ দিন। বউমেলার মূল অংশে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ। ফলে নারী-শিশুরা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন। শুধু তা-ই নয়, এ মেলার অনেক বিক্রেতাও নারী। মেলা উপলক্ষে মেয়ে জামাই ও আত্মীয় স্বজনদের নিয়ে মেতে ওঠেন এলাকাবাসী।
চলে আনন্দ উৎসব। এ মেলায় প্রায় ২০-২৫ হাজার মানুষের সমাগম ঘটে। মাঘী পূর্ণিমার দিনে অতীতের পাপ মোচনসহ পূণ্যলাভের আশায় হাজার হাজার ভক্ত মন্দির ঘেঁষা পুকুরে স্নান করেন।
মেলায় আসা ইতিকা রানী বিশ্বাস বলেন, এটা শুধু মেলা নয়, উৎসব। এ দিনটির জন্য তারা বছরজুড়ে অপেক্ষা করেন। মেলায় শুধু নারীর প্রবেশাধিকার থাকায় কেনাকাটা, ঘোরাফেরা করতে পারেন মনের আনন্দে। টেংরাখালী হিজলতলার যে মন্দির ঘিরে মেলা আয়োজন করা হয় সেই মন্দিরের সভাপতি মোহন কুমার বিশবাস জানান, বউ-ঝিরা কেনাকাটা করতে আসেন বলেই এর নাম দেওয়া হয়েছে বউমেলা। জনশ্রুতি আছে ৫০০ বছরেরও বেশি সময় ধরে এ মেলার আয়োজন হয়ে আসছে।