শিশুদের পানিতে পড়ে মৃত্যু রোধে মাধ্যমিক পড়ুয়াদের সঙ্গে সচেতনতামূলক গণসংযোগ করেছে বসুন্ধরা শুভসংঘের নোয়াখালী জেলা শাখা। গতকাল দুপুরে নোয়াখালী জেলার উপকূলীয় অঞ্চল সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিশুদের পানিতে পড়া প্রতিরোধে নিজেদের পরিবারে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সচেতনতামূলক শপথ বাক্য পাঠ করানো হয়।
আবদুল বারী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সালেহ উদ্দিন। দেলোয়ার হোসেন, আরিফুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘের নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেল। অনুষ্ঠানে ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।