ঝিনাইদহের শৈলকুপায় পপি খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে স্বামীর বাড়িঘর ভাঙচুর ও আগুন দিয়েছেন স্বজনরা। উপজেলার ঝাউদিয়া গ্রামে রবিবার রাতে এ ঘটনা ঘটে। পপি ঝাউদিয়ার আবদুল বাসেরের স্ত্রী ও পাশের বালিয়াডাঙ্গা গ্রামের কানু মন্ডলের মেয়ে।
এদিকে পপিকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ তুলে বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন তার বাবার বাড়ির লোকজন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।