নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেকের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে দুপুর ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে সেনাবাহিনী, বেগমগঞ্জ থানা পুলিশ ও ইউএনও শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবরোধকারীরা জানায়, মাহবুবুর রশীদ তারেক চৌমুহনী মদন মোহন স্কুলে যোগদান করার পর থেকে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। যোগাযোগ করা হলে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘একাধিক তদন্তে দুর্নীতির কোনো সত্যতা পাওয়া যায়নি।’ জানতে চাইলে বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলার আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়। বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে।
অবরোধকারী শিক্ষার্থীরা জানায়, মাহবুবুর রহমান তারেক চৌমুহনী মদনমোহন স্কুলে যোগদান করার পর থেকে অনিয়ম দুর্নীতিতে জড়িতে পড়েন। তিনি স্বেচ্ছাচারীরতার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেন। যোগাযোগ করা হলে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেক অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘একাধিক তদন্তে দুর্নীতির কোন সত্যতা পাওয়া যায়নি।’ জানতে চাইলে বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলার আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়। বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে।