বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধ অনুপ্রবেশের সময় ৩৩ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভোরে উপজেলার আমতলী আশ্রয়ণ প্রকল্পের অফিস থেকে তাদের আটক করা হয়। ৫৭ বিজিবি নায়েক সুবেদার আবদুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে নয়জন নারী ও ১৪ জন শিশু রয়েছে। আটক সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তিনি জানান, আটকদের মিয়ানমারে পুশব্যাক করা হবে। এর আগে ১১ জানুয়ারি আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকা থেকে ৫৩ রোহিঙ্গা নাগরিককে আটক করেছিল বিজিবি।