সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন। শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজারে বিএনপি কার্যালয়ের সামনে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার ২০-৩০ জন নেতা-কর্মী নিয়ে দলীয় কার্যালয়ের সামনে যান। এ সময় কার্যালয়ে আগে থেকে অবস্থান নেওয়া জেলা বিএনপির উপদেষ্টা ড. এম এ মুহিতের সমর্থকদের সঙ্গে বাগবিতন্ডা ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ বাধে। আহত হন উভয় পক্ষের ২২ জন। এ বিষয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা গোলাম সারোয়ার। তিনি অভিযোগ করেন, নেতা-কর্মী নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশের সময় এম এ মুহিতের সমর্থকরা বাধা দেন। তখন তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তারা হকিস্টিক, রড ও পাইপ দিয়ে আমাদের মারধর করেন। দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সেখানে উপজেলা বিএনপির সদস্য সচিব আরিফুজ্জামান আরিফ বলেন, শাহজাদপুরের রাজনীতির সঙ্গে গোলাম সরোয়ারের কোনো সম্পৃক্ততা নেই। মূলত তিনি কেন্দ্রে রাজনীতি করেন। উপজেলার নেতা-কর্মীদের না জানিয়ে হঠাৎ করেই কিছু অনুসারী নিয়ে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন তিনি। এ সময় তৃণমূলের নেতা-কর্মীরা তাকে প্রতিহত করার চেষ্টা করলে সরোয়ারের অনুসারীরা তাদের মারধর করেন।