মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেড থেকে পড়ে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিকের নাম স্বপন মিয়া (৩৩)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মিরাজ মিয়ার ছেলে। স্বজন এমভি আল্লাহ ভরসা-৪ নামে একটি বাল্কহেডে সুকানি হিসেবে কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বালুয়াকান্দি তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বেশ কয়েকটি বাল্কহেড নোঙর করা ছিল। স্বপন যে বাল্কহেডে কাজ করতেন সেটি নদীর তীর থেকে কিছুটা দূরে ছিল। অন্য একটি বাল্কহেডের ওপর দিয়ে সেখানে যেতে হতো। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বপন অন্য একটি বাল্কহেড থেকে লাফ দিয়ে তার বাল্কহেডে যাওয়ার সময় নদীতে পড়ে যান। বাল্কহেডের লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মইন উদ্দিন বলেন, নিখোঁজ নৌশ্রমিকের সন্ধানে গতকাল সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছি আমরা। সন্ধ্যায় এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত তার কোনো সন্ধ্যান মেলেনি।