সোনাতলা উপজেলা আওয়ামী লীগ নেতা ও পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল কবিরের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশসহ সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। কর্মসূচি চলাকালে বহিরাগতদের বিরুদ্ধে হামলারও অভিযোগ করা হয়। গতকাল দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।