ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অবিলম্বে ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন শত শত মানুষ। গতকাল সকাল ৯টায় শুরু হওয়া এ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার যানজট হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী-পরিবহন শ্রমিকরা। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক আলোচনার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্মসূচি প্রত্যাহার করা হয়। ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হায়াত আলী বলেন, ‘পুলিশ সুপার ১০ ফেব্রুয়ারি আলোচনার জন্য ডেকেছেন। ঝাউদিয়ায় থানা স্থাপনের মৌখিক আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত করেছি।’ ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বলেন, ছয়টি ইউনিয়নের প্রাণ কেন্দ্র ঝাউদিয়া। এখানে থানা না থাকায় চুরি, ডাকাতি-ছিনতাইসহ নানা অপরাধ নিত্যদিনের সঙ্গী।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, থানা স্থানান্তরের জন্য বেশকিছু প্রক্রিয়া আছে। এর মধ্যে অবকাঠামো নির্মাণের ব্যাপারও রয়েছে। রাতারাতি সবকিছু করা সম্ভব নয়। এ জন্য সময় প্রয়োজন।