কক্সবাজারের টেকনাফে অপহৃত ছয়জনকে জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার মোহাম্মদ আনোয়ার ও উপজেলার সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার পারভীনা আক্তার। উদ্ধার ছয়জনের মধ্যে দুজন বাংলাদেশি ও চারজন রোহিঙ্গা নাগরিক। বাংলাদেশিরা টেকনাফ উপজেলার এবং রোহিঙ্গা নাগরিকরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বড়ইতলীর একটি বসতঘরে কয়েকজন লোককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টার খবর পায় পুলিশ। গতকাল দুপুরে বসতঘরটি ঘিরে ফেলেন তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচ-ছয়জন পালানোর চেষ্টা করে। দুজনকে আটক হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ বসতঘরের একটি কক্ষে জিম্মি অবস্থায় ছয়জনকে উদ্ধার করে। ওসি জানান, আটকরা সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। তারা সাগর পথে মালয়েশিয়ায় পাচারসহ নানা প্রলোভন দেখিয়ে দুই-তিন দিন আগে অপহৃতদের এ বাড়িতে নিয়ে আসে। তাদের জিম্মি করে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল।