ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহর থেকে ১০ কিলোমিটার পূর্বে মালিয়াট ইউনিয়নের বেথুলী। ঝিনাইদহ জেলা সদর থেকে এর দূরত্ব ২৫ কিলোমিটার। বেথুলী গ্রামে রয়েছে প্রায় ৩০০ বছরের পুরনো একটি বট গাছ। ১১ একর জমিজুড়ে বিদ্যমান বট গাছটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। গাছটি বিশেষভাবে পরিচয় লাভ করেছে সুইতলা মল্লিকপুরের বট গাছ নামে। এটি সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন ভ্রমণপিপাসু ও স্থানীয়রা।
আটটি ফুটবল মাঠের সমান জায়গায় দখল করে আছে একটি বট গাছ। একটি গাছ থেকে খণ্ড খণ্ড হয়ে জন্ম নিয়েছে ৫২টি শাখা-প্রশাখা। আগে গাছটির উচ্চতা এত বেশি ছিল যে কালীগঞ্জ উপজেলা শহর থেকে দেখা যেত। গাছটির উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও বয়োবৃদ্ধরা শুনেছেন একটি কুয়ার পাড়ে ছিল এর মূল অংশ। তখন জনবসতি ছিল কম। সড়কের পাশে গাছটি ছিল ডালপালা আর পাতায় পরিপূর্ণ। ঐতিহাসিক বট গাছটি দেখার জন্য প্রতিদিন ভিড় জমান অসংখ্য মানুষ। প্রকৃতি প্রেমিরা শহরের কোলাহলপূর্ণ পরিবেশ থেকে অজোপাড়াগাঁয়ের বৃক্ষের ছায়াতলে এসে মুগ্ধ হন।
ঝিনাইদহ সামাজিক বনায়ন জোনের সহকারী বন সংরক্ষক খোন্দকার গিয়াস উদ্দীন জানান, প্রাচীন বট গাছটি সংরক্ষেণের জন্য ইতোমধ্যে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। করা হচ্ছে সঠিক তদারকি।