টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা কমপ্লেক্সজুড়ে এখনো শুধুই তাণ্ডবের ক্ষতচিহ্ন। পাঁচ মাসেও পুরোপুরি চালু করা যায়নি থানার কার্যক্রম। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুর্বৃত্তরা গোড়াই হাইওয়ে থানায় চালায় হামলা, ভাঙচুর ও লুটপাট। ধরিয়ে দেয় আগুন। সরেজমিন যমুনা সেতু-ঢাকা মহাসড়কসংলগ্ন গোড়াই হাইওয়ে থানা চত্বরে দেখা যায় অন্যরকম পরিবেশ। চারপাশে শুনসান নীরবতা। থানার সীমানাপ্রচীর না থাকা এবং যানবাহন সরবরাহ বন্ধ থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশ সদস্যরা। দায়িত্ব পালনের চেষ্টা করলেও তাদের মধ্যে নেই প্রাণচাঞ্চল্য। গোড়াই হাইওয়ে থানার কয়েকজন পুলিশ সদস্য জানান, ৪ আগস্ট ওসির কক্ষ, পুলিশ ব্যারাক, নারী পুলিশ ব্যারাক, অফিস কক্ষসহ একতলা থেকে তিন তলা পর্যন্ত প্রতিটি কক্ষ গানপাউডার দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী বাবুল সিকদার, আশরাফসহ কয়েকজন জানান, থানায় ৪ আগস্ট দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত অস্ত্রধারীরা তাণ্ডবলীলা চালায়। ৫০০-৬০০ জন দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা ও অগ্নিসংযোগ করে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সৃষ্টি করে আতঙ্ক। থানায় আগুন দিয়ে পুলিশের চারটিসহ বিভিন্ন সময় জব্দ ৩০-৪০টি যানবাহন জ্বালিয়ে দেয়। মির্জাপুর থানার বর্তমান পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া এবং উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, গোড়াই হাইওয়ে থানায় দুর্বৃত্তরা ব্যাপক হামলা, ভাঙচুর, আগুন ও লুটপাট চালিয়েছে। আত্মরক্ষার জন্য হাইওয়ে থানার পুলিশ সদস্যরা মির্জাপুর থানায় আশ্রয় নিয়েছিলেন। হামলাকারীরা সেখানেও হামলার চেষ্টা করেছিল। গোড়াই হাইওয়ে থানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। থানাভবন ও যানবাহন পুড়িয়ে ফেলায় এখনো ঘুরে দাঁড়াতে পারেনি সেবা কার্যক্রম। সেদিনের ঘটনার পর সেনাবাহিনী জিওসিসহ ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, ঢাকা রেঞ্জের হাইওয়ে থানার ও পুলিশের ডিআইজি, টাঙ্গাইলের পুলিশ সুপার, গোড়াই হাইওয়ে থানা এবং মির্জাপুর থানা পরিদর্শন করেন। গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলাকারীরা লুটপাট চালিয়ে পুরো গোড়াই হাইওয়ে থানা পুড়িয়ে দেয়। মামলার সব আলামত নষ্ট করে দেওয়া হয়েছে। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২৯ জন পুলিশ সদস্য নিয়ে তারা টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়, মির্জাপুর থানা ও পুলিশ লাইনে আশ্রয় নিয়েছিলেন। এখন পর্যন্ত থানায় থাকার মতো পরিবেশ নেই। কার্যক্রমও পুরোপুরিভাবে চালু করা সম্ভব হয়নি। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রধান উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
শিরোনাম
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
গোড়াই হাইওয়ে থানা
চারদিকে শুধুই ধ্বংসস্তূপ
পাঁচ মাসেও পুরোপুরি চালু হয়নি কার্যক্রম নিরাপত্তাহীনতায় পুলিশ সদস্যরা
মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর