কাউখালীতে বাল্যবিয়ে করার চেষ্টার অভিযোগে রাহাত খান (১৯) নামে এক তরুণকে ৭ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে ওই তরুণের বাড়িতে উপস্থিত হয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত রাহাত উপজেলার পারসাতুরিয়া গ্রামের আল আমিন খানের ছেলে।
ইউএনও সজল মোল্লা জানান, খবর পেয়ে ওই বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাত দিনের বিনা শ্রম কারাদন্ড প্রদান করা হয়।