ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও গাজীপুরের শ্রীপুরে দুজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে যুবকের এবং মানিকগঞ্জে নিজ ঘর থেকে উদ্ধার করা হয়েছে গৃহবধূর লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর-
ব্রাহ্মণবাড়িয়া : কসবায় পাওনা টাকা নিয়ে বিরোধে ফুপাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন হয়েছেন অভিযোগ উঠেছে। উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল (১৮) ওই গ্রামের মিন্টু মিয়ার ছেলে। গতকাল লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত ফুপাতো ভাই বাবু মিয়া (৩৫) পলাতক। তিনি একই গ্রামের মজলু মিয়ার ছেলে।
শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে এক গার্মেন্ট শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের প্রেমিকার সাবেক প্রেমিকের বিরুদ্ধে। শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। খুনে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ। সৈকত (১৯) বগুড়ার সারিয়াকান্দি থানার চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানার চাকরি করতেন।
হত্যায় অভিযুক্ত আপেল মাহমুদ আমিনুর (১৮) আটক হয়েছেন। তিনি বগুড়া জেলার শিবগঞ্জে খোকা মিয়ার ছেলে। শ্রীপুরে চাকরির সন্ধানে এসে ভাংনাহাটি গ্রামে ভাড়া বাসায় থাকতেন।
কিশোরগঞ্জ : ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে শফিক মিয়া (৩৭) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভৈরব বাজারের হলুদপট্টিতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভিতরে স্বেচ্ছাসেবক লীগের কক্ষে গতকাল লাশটি পাওয়া যায়। শফিক কুলিয়ারচর উপজেলার মাটিকাটা গ্রামের শামসু মিয়ার ছেলে। ভৈরবের কলাপট্টিতে হোটেলে কাজ করতেন তিনি।
মানিকগঞ্জ : ঘিওরে ঘরে ঢুকে লায়লা (৬২) নামে নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার রাথুরা এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। লায়লা ঘিওরের বানিয়াজুরির রাথুরা এলাকার সেকেন্দার আলীর স্ত্রী। পুলিশ ও স্বজনরা জানান, সকাল ৭টার দিকে লায়লাকে বাসায় রেখে বাজারে যান সেকেন্দার। ফিরে এসে ঘরের মেঝেতে তাকে রক্তাক্ত অবস্থায় দেখেন। লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসার গৃহকর্মী ও গৃহকর্মীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে থানায়।