ভাঙ্গায় পরিত্যক্ত খেয়াঘাট দখল নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার হরিরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আলগী ইউনিয়নের ছাত্রদল নেতা নাঈম মাতুব্বরসহ উভয় পক্ষের ১০ জন। তারা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানায়, হরিরহাট বাজারের খেয়াঘাটে বর্ষাকালে ব্যবসায়ীরা মালামাল নৌযানে আনা-নেওয়া করেন। তবে শীতকালে এটি পরিত্যক্ত থাকে। এই সুযোগে বড়দিয়া গ্রামের রিজু ও আমির দুটি ছাপড়া ঘর তোলেন। এতে বাধা দিলে নাঈম ও তার লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। নাঈম জানান, ‘প্রতিপক্ষের আমির ও রিজু আগে সাবেক এমপি নিক্সনের হয়ে কাজ করেছেন। বর্তমানে তারা ভোল পাল্টিয়ে ছাত্রদলের কর্মী পরিচয় দিয়ে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন।’
অভিযুক্ত আমির ও রিজু জানান, ‘তারা কোনো রাজনৈতিক দলের সমর্থক ছিলেন না। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া জানান, হরিরহাট বাজারের খেয়াঘাট এলাকায় দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।