মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ইউসুফ ব্যাপারী (৫৭) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দৌলতপুর উপজেলার মান্দারতা এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন নিহতের স্ত্রী, ছেলে ও ভাতিজা। ইউসুফ ব্যাপারী উপজেলার চকমিরপুর মান্দারতা এলাকার পিয়ার আলীর ছেলে। পুলিশ জানান, শুক্রবার রাতে মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ইউসুফ ব্যাপারীর ছেলে সিরাজের সঙ্গে এলমেছেন ছেলের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে এলমেছ ১০-১২ জন লোক নিয়ে ইউসুফ ব্যাপারী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ইউসুফসহ চারজন আহত হন। তাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইউসুফ ব্যাপারী মারা যান। দৌলতপুর থানার ওসি তৌফিক আজম জানান, লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।