একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি। গতকাল সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি। ফলে হঠাৎই শীতের তীব্রতা বেড়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীতের প্রকোপ আরও কয়েক দিন থাকতে পারে। ঠান্ডা বাতাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।