পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
আজ বুধবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিকেএমইএ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জ অন্যতম একটি ব্যস্ত জেলা। নারায়ণগঞ্জকে ব্যবসার প্রাণকেন্দ্রও বলা যায়। যার কারণে এখানে প্রতিনিয়ত যানজট পরিলক্ষিত হয়ে থাকে। আমরা প্রশাসনের সাথে মিলে চেষ্টা করছি যেন যানজটমুক্ত রাখা যায়। এতে সকলেরই সুবিধা হবে। ব্যবসায়ীরাও ভালো করে ব্যবসা করতে পারবেন।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জ একটি ব্যবসায়িক শহর। সরকার যে পরিমাণ রাজস্ব পায় তার মধ্যে নারায়ণগঞ্জ শীর্ষে রয়েছে। এরকম ব্যবয়ায়িক জায়গায় যানজট নিরসনে ব্যবসায়ীরা এগিয়ে আসছে। তারই অংশ হিসেবে বিকেএমইএ এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলে যানজট নিরসনের জন্য সহায়তা দিয়েছি। যাতে করে কমিউনিটি পুলিশ ভালোভাবে কাজ করতে পারে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, শহরটা নারায়ণগঞ্জবাসী সকলের। এখানে বিকেএমইএ এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অবদান রয়েছে। এখানে আমরা সবাই বাস করি। তাই সবাই মিলেই এই শহরটাকে যানজটমুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছি। বিশেষ করে রমজান মাস এবং পরবর্তী সময়েও যেন যানজটমুক্ত থাকে সেজন্য কাজ করে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সহ সভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সোহেল আক্তার, মো. মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু ও বিকাশ চন্দ্র সাহাসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ