বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর সাভার থানার কলেজ শিক্ষার্থী মিঠু ওরফে মারুফ হত্যা মামলায় ছাত্রলীগের ঢাকা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির আহম্মেদ ওরফে রাসেলকে ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন রাসেলকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপ-পরিদর্শক অটল বিহারী বিশ্বাস। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সাভারের মুক্তি মোড়ের গোল চত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মিঠু ওরফে মারুফ। এদিন বিকাল সাড়ে চারটায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল