রাজধানীর মিরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ কামাল রানা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু কাজী ফেরদৌস (৩৫) আহত হন।
রবিবার রাত ১১:৩০ মিনিটে মিরপুর ২ নম্বর সেকশনের সনি সিনেমা হলের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩:৩০ মিনিটে নাহিদ মারা যান।
নিহত নাহিদের বাবা লিটন হোসেন বলেন, "আমাদের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার মুন্সিনগর গ্রামে। বর্তমানে আমরা দারুসসালাম লালকুঠি এলাকায় থাকি। নাহিদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। রাতে সে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। পরে জানতে পারি, মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদ ও তার বন্ধু আহত হয়েছে। তাদের মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হলে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ মারা যায়।"
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুদ্দোহা বলেন, "রাতে মিরপুর ২ নম্বর সেকশন থেকে মিরপুর ১ নম্বর সেকশনের দিকে যাওয়ার সময় সনি সিনেমা হলের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে নাহিদ মারা যান এবং কাজী ফেরদৌসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।"
তিনি আরও বলেন, "পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।"
এদিকে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে হাতিরঝিল থানাধীন মগবাজার ইনসাফ হাসপাতালের পাশে ফ্লাইওভারের ওপরে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (৫০) ঘটনাস্থলেই মারা যান।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, "ভোর সাড়ে পাঁচটায় নিহত নারীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/আশিক