রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুরাতন গাড়ির শোরুমে ঢুকে পড়েন। এতে অজ্ঞাত এক যুবক নিহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম বলেন, দুপুরে দিকে তেলবাহী লরি বিমানবন্দরে নামিয়ে দিয়ে গাড়িটি বাড্ডা দিকে ফিরছিল। পথিমধ্যে ভাটারা থানার অদূরে প্রগতি স্মরণী রোডে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুরাতন গাড়ির শো-রুমের ঢুকে পড়ে। এসময় সেখানে এক যুবক গুরুতর আহত হয়। পরে পথচারী রাজু আহমেদ তাকে উদ্ধার করে স্থানীয় উপসম হাসপাতালে নিলে কর্তব্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ঐ কর্মকর্তা আরও বলেন, গাড়িটি জব্দ করে, চালককে আটক করা হয়েছে। মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত