গাজীপুরের কালিয়াকৈরে লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানায় জহির নামে এক শ্রমিক সোমবার সফিপুর এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। এ ঘটনায় মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর এলাকায় লিবাস লি. কারখানায় জহির নামে এক শ্রমিক সোমবার কাজ শেষে বাসায় যাওয়ার পথে সফিপুর দোকানের পাড় পৌঁছালে ছিনতাকারীর একটি দল তার সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ওই শ্রমিক তাদের বাধা দেয়।
এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সে মাটিতে লুঠিয়ে। তার চিৎকারে আশেপাশের মানুষ আসলে ততক্ষণে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা ওই শ্রমিককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে খুনীদের বিচারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এ সময় মহাসড়কের দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যাত্রী- পথচারী ও চালকরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
কালিয়াকৈর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ