নানা আয়োজনে বিদ্যার দেবীর আরাধনায় বগুড়ার বিভিন্ন মন্দিরে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উৎসবমুখর পরিবেশে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এ পূজার আয়োজন করা হয়। সরস্বতী পূজা উপলক্ষে এদিন বিশ্ববিদ্যালয় মিলনায়তনের মূল মঞ্চে স্থাপিত অস্থায়ী মন্ডপে শিক্ষাপ্রতিষ্ঠানের ভক্তরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও হাতেখড়ি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জা ছিল।
এসময় অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা।
পূজামণ্ডপের বাণী অর্চণায় সমবেত হন নানা সাজে সজ্জিত নারী, পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা। আবহমান বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে হিন্দুদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ পূজা উৎসবে যোগ দেন। সরস্বতী পূজা উপলক্ষে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো পুণ্ড্র বিশ্ববিদ্যালয়েও শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, পিইউবি ট্রেজারার প্রফেসর সুজন শাহ -ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) আবু জাহিদ মো. জগলুল পাশা, প্রক্টর মোঃ সাব্বির হোসেন , উপদেস্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক , বিওটি সমন্নয়ক মোঃ খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল