উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন ইউজিসির কিউএআর বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার, অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান ও উপ-পরিচালক মোরশেদ আলম খোন্দকার।
এ সময় ইউজিসি প্রতিনিধি দল ডুয়েটের আইকিউএসি কার্যক্রমের অবস্থা পর্যালোচনা ও গতিশীল করার লক্ষ্যে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, উপ-উপাচার্য অধ্যাপক ড. আরেফিন কাওসার ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. রাজু আহমেদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি দফতরের জনবল বাড়ানো, বিশ্ববিদ্যালয়ে কীভাবে প্যাটেন্ট বাড়ানো যায় এবং প্যাটেন্ট বাড়ানোর বিষয়ে সমস্যা ও সীমাবদ্ধতা বিষয়ে, ডুয়েটসহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং বাড়ানো বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ডুয়েট ক্যাম্পাস সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব, আইকিউএসির সাবেক পরিচালক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন, কম্পট্রোলার অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াসিম দেওয়ান ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/মুসা