চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে তৃতীয় ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
রবিবার দুপুরে একাডেমিক ভবন-২ এর ব্যবসায় প্রশাসন বিভাগের শ্রেণি কক্ষে ফ্রেশার্স রিসিপশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।
নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. বাইজীদ আহম্মেদ রনি। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক খাদিজা খাতুন টুম্পা ও শাকিল আহমেদ সবুজ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী আরিফিন আল আমিন ও সাদিয়া ফারহানা এ্যানি।
বিডি প্রতিদিন/এমআই