বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ভ্যাট আন্দোলন, কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে সাখিদার মো. জহুরুল ইসলাম ছনি লিখেছেন 'প্রাইভেট বিশ্ববিদ্যালয়: আন্দোলন, রাজনীতি'।
বইটি প্রকাশ করেছে 'বায়ান্ন' প্রকাশনী। যা পাওয়া যাবে অমর একুশে বই মেলা ২০২৫-এর ৭৫৬ নম্বর স্টলে বায়ান্ন প্রকাশনীতে।
বইটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলন ও রাজনীতি মূলত একটি মুক্তগদ্য। লেখক এই গ্রন্থে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গত এক যুগের আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরেছেন। ২০১৫ সালের ভ্যাট আন্দোলন, ২০১৮ সালের কোটা আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন ও সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে অকুতোভয় বীরত্ব দেখিয়েছে তারই ঘটনাপ্রবাহ এই বইয়ে তুলে ধরা হয়েছে।
বইটি প্রসঙ্গে লেখক সাখিদার মো. জহুরুল ইসলাম ছনি বলেন, 'বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও বরাবরই উপেক্ষিত থাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিংবা পোস্টে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখা যায় না। এর অন্যতম কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পিছিয়ে পড়া ছাত্র রাজনীতি।' বইয়ে এ বিষয়টিও তুলে ধরার চেষ্টা করেছেন লেখক।
তিনি আরও জানান, সব মিলিয়ে এই বইটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক আন্দোলন-সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের গৌরবোজ্জ্বল অস্তিত্বের ব্যাপারে জানতে হলে এই বইটি অবশ্যই পড়া দরকার।
বিডি প্রতিদিন/এমএস