আইপিএলের সোমবার (২৪ মার্চ) লখনৌ সুপার জায়ান্টস ও দিল্লী ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে এক নতুন কীর্তি স্থাপন করেছেন ক্যারিবীয় ব্যাটসম্যান নিকোলাস পুরান। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন।
ক্রিস গেইল, কাইরন পোলার্ড, এবং আন্দ্রে রাসেলের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ ছক্কা হাঁকানোর গৌরব অর্জন করেছেন নিকোলাস পুরান। ছক্কা হাঁকানোর তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেইল, যিনি ১০৫৬টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় স্থানে আছেন কাইরন পোলার্ড, যিনি ৬১৭ ইনিংসে ৯০৮টি ছক্কা হাঁকিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন আন্দ্রে রাসেল, যিনি ৪৬৬ ইনিংসে ৭৩৩টি ছক্কা হাঁকিয়েছেন।
সোমবার দিল্লির বিপক্ষে ২৫০ স্ট্রাইক রেটে ৩০ বলে ৭৫ রান করার পথে নিকোলাস পুরান ৭টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়াও তিনি ৬টি চারও মেরেছেন।
২০১৩ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে পথচলা শুরু করা পুরান এখন পর্যন্ত ৩৮৫টি ম্যাচ খেলেছেন, এবং এই ম্যাচগুলোতে তিনি মোট ৬০০টি ছক্কা হাঁকিয়েছেন। আইপিএলে ৭৭টি ম্যাচে তার ছক্কার সংখ্যা ১৩৪টি।
বিডি প্রতিদিন/মুসা