টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাকি ছিল শুধু ওয়ানডে। বাংলাদেশের জার্সিতে এবার আর কোনো সংস্করণেই দেখা যাবে না তাকে।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
ওয়ানডে থেকে রিয়াদের অবসরের ঘোষণার পর ফেসবুক পোস্টে জাতীয় দলের তারকা খেলোয়াড় তাওহিদ হৃদয় লিখেছেন, ‘ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা অসাধারণ মুহূর্তের জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিলো ‘পেইন-কিলার’। এমন অনেক ম্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের স্বস্তি আপনার থেকে উপহার পেয়েছি। আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটি সবসময় ছিলেন। অবসর জীবনের জন্য শুভকামনা।’
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। তখন পেইন কিলার নিয়ে কথা বলায় সেটা নিয়ে এখনো চলে ব্যঙ্গ-বিদ্রুপ। মাহমুদউল্লাহ অবসরের ঘোষণা দেওয়ার পর সেই পুরোনো প্রসঙ্গ টেনে আনলেন তাওহিদ হৃদয়।
বিডি প্রতিদিন/নাজিম