দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাত্র একটি উইকেট নিয়েই সবার ওপরে জায়গা করে নিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে এখন সবচেয়ে বেশি (১০) উইকেটের মালিক ভারতীয় এই পেসার। তিনি পেছনে ফেললেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে।
২০১৩ সালের জানুয়ারিতে দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে জাতীয় দলে পথচলা শুরু শামির। এরপর ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে প্রথম কোনো আইসিসির ফাইনালে অংশ নেন এই পেসার। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসেই ৪ উইকেট তুলে নেন শামি। যদিও ম্যাচটা ৮ উইকেটে জেতে কিউইরা। এরপর ২০২৩ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে ২টি করে মোট ৪টি উইকেট নেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেন আরেক উইকেট। আজ কিউইদের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে নিলেন নিজের দশম ফাইনাল উইকেট। ভাঙলেন স্টার্কের রেকর্ডও।
অস্ট্রেলিয়ার স্টার্ক আইসিসির টুর্নামেন্টে পাওয়া ৮ উইকেটের ৫টিই পেয়েছিলেন দুই ওয়ানডে বিশ্বকাপে। যার মধ্যে ২০১৫ সালে মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় অনেকখানি বদলে দেন। সেবার মোট ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট–সেরাও হয়েছিলেন এই অজি পেসার। এরপর ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৫৫ রান দিয়ে নেন ৩ উইকেট।
স্টার্কের আগে রেকর্ডটা ছিল ম্যাকগ্রার। সাবেক এই অস্ট্রেলীয় পেসারও আইসিসির ফাইনালে নিয়েছিলেন ৮ উইকেট। ম্যাকগ্রা এখন নেমে গেছেন তিনে। এরপর চারে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট আর পাঁচে ভারতের রবীন্দ্র জাদেজা। এই দুজনই আইসিসির ফাইনালে ৮টি করে উইকেট শিকার করেছেন।
উইকেট শিকারের দিক থেকে বর্তমানে শামি একে থাকলেও দুইয়ে থাকা স্টার্ক শামির চেয়ে এক ইনিংস কম খেলে ৯ উইকেট ঝুলিতে পুরেছেন। তবে সেরা পাঁচ বোলারের মধ্যে স্পিনার কেবল জাদেজাই। যদিও সবচেয়ে বেশি ১০ ইনিংস বোলিং করে ৮ উইকেট নিয়েছেন এই ভারতীয়।
বিডি প্রতিদিন/নাজিম