আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হানা দিয়েছে বৃষ্টি। এতে করে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটির সময়মতো (বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়) টস হয়নি। ফলে ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হবে।
মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচের টস হওয়ার কথা ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো বৃষ্টি ঝরছে, পিচের কাভার সরানো হয়নি।
‘বি’ গ্রুপের ম্যাচটি জিতলে সেমিফাইনালে পা রাখার সুযোগ রয়েছে দুই দলেরই।
কেননা নিজদের প্রথম ম্যাচ জিতেছে তারা। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/কেএ